সব মানুষ সুখী হতে চায়।
কিন্তু একেকজন এর সুখের ধরন একেকরকম।
কিন্তু সকল মানুষ মাত্র একটি উপায় মেনে চললে সুখী হওয়া সম্ভব।
তা হলো সন্তুষ্ট থাকা।
এই ছোট্ট জিনিসটা আমাদের মাঝে নেই।
যার যতো আছে, সে আরো বেশি চায়।
এরফলেই মানুষ সুখী থেকেও নিজেকে অসুখী ভাবে।
সুতরাং, আমাদের মধ্যে সন্তুষ্টি আনতে হবে।
আর মানতে হবে যে আমি যেই অবস্থায় আছি ভালোই আছি।
No comments:
Post a Comment